চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিয়ানমারে পাচারকালে ১৩’শ বস্তা সিমেন্ট জব্দ, ২২ পাচারকারী আটক

মিয়ানমারে পাচারকালে ১৩’শ বস্তা সিমেন্ট জব্দ, ২২ পাচারকারী আটক

টেকনাফ সংবাদদাতা

২৫ ডিসেম্বর, ২০২৫ | ৪:৪৬ অপরাহ্ণ

টেকনাফের সেন্টমার্টিনদ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বাংলাদেশি পণ্যসহ ২২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১১টায় কোস্ট গার্ডের জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ২টি ফিশিং বোট তল্লাশি করে। এসময় ওই বোট দুইটি থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকার ১৩’শ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২’শ প্যাকেট মশার কয়েলসহ ২২ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট