
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, সম্প্রতি রাউজানে যেসব ঘটনা ঘটছে, সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ও রাষ্ট্রকে অস্থিতিশীল করা। বাইরে রাষ্ট্রকে অস্থিতিশীল দেখাতে এই ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর বণিকপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বী দুই পরিবারের ঘর পোড়ানোর ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ’কথা বলেন। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁনও উপস্থিত ছিলেন।
ডিআইজি আরো বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন তাদের নূন্যতম ৫০ হাজার টাকাসহ প্রয়োজনে এর বেশি পুরস্কৃত করা হবে।
রাউজানে গত সোমবার দিবাগত রাতে বাহির থেকে ঘরের দরজা আটকে দিয়ে কেরোসিন ঢেলে সনাতন ধর্মাবলম্বী দুই পরিবারের ঘরে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ঘরের বেড়া কেটে কোন রকমে বের হয়ে তখন প্রাণে রক্ষা পান ওই পরিবারগুলোর ৯ সদস্য। পুড়ে ছাই হয়ে যায় পাসপোর্ট, জায়গা জমির দলিল, স্বর্ণালংকারসহ ঘরের আসবাবপত্র।
ইতোমধ্যে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী। এছাড়াও রাতে ২০টি টিমে ভাগ হয়ে উপজেলা জুড়ে পাহারায় নিয়োজিত হয়েছে পুলিশ।
পরিদর্শনকালে পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ এক লাখ টাকা প্রদান করা হয়।
পূর্বকোণ/পারভেজ