চট্টগ্রাম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম, ডিলারকে ২ মাসের কারাদণ্ড

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম, ডিলারকে ২ মাসের কারাদণ্ড

মহেশখালী সংবাদদাতা

২৩ ডিসেম্বর, ২০২৫ | ১১:৫৫ অপরাহ্ণ

খাদ্যবান্ধব কর্মসূচিতে অনৈতিকভাবে টাকা হাতিয়ে নেওয়ায় কক্সবাজরের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ডিলার আজিজুর হককে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিট্রেট) আবু জাফর মজুমদার এই অভিযান পরিচালনা করেন।

 

জানা যায়, হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত আবছার মিয়ার পুত্র আজিজুল হক খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও নবায়নকৃত কার্ডধারিদের কাছ থেকে প্রতি কার্ডের জন্য ৩০০ টাকা করে অবৈধভাবে আদায় করে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি হোয়ানক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম সিকদারের মাধ্যমে প্রশাসনের নজরে এলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিট্রেট) আবু জাফর মজুমদার, উপজেলা খাদ্য কর্মকর্তা আওয়াই মং চাক।

 

উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় ডিলারকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট