
কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে মোহাম্মদ ইউনুছ মিয়া নামের অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত ৩টি আস্তানা ধ্বংস ও ৫টি গুলির খোসা উদ্ধার করেছে যৌথবাহিনী।
আটক মোহাম্মদ ইউনুছ মিয়া (৪০) বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর শিলখালী পূর্ব পাড়ার মো. হাসান মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার বাহারছড়া-হোয়াইক্যং পাহাড়ি এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আফজাল হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, অপহরণকারীদের খুঁজে বের করতে এই অভিযান চালানো হয়। পাহাড়ে ডাকাত ও অপহরণকারীদের ব্যবহৃত তিনটি আস্তানা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এ সময় রাইফেলের ৫টি গুলির খোসা পাওয়া গেছে। অভিযানের খবরে পালিয়ে যাওয়ার সময় স্থানীরা অপহরণ চক্রের এক সদস্যকে আটক করে।
অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস, র্যাব-১৫, কক্সবাজার জেলা ডিবির টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পূর্বকোণ/পারভেজ