
কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় দুটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরে পৃথকভাবে মিয়ানমারের মংড়ু সংলগ্ন সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে তাদের আটক করা হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন- সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসিম উদ্দিন (১৮), হারুন মিয়া (৪০) ও শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০)।
ফয়েজুল ইসলাম বলেন, আজ সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মিয়ানমারের মংড়ু সংলগ্ন বঙ্গোপসাগরে কয়েকজন জেলে মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৬ জেলেকে আটক করে নিয়ে যায়।
গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নিউজের বরাতে জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে বাংলাদেশি একটি নৌকা থেকে ৬ জেলেকে আটক করে আরাকান আর্মি। এ সময় তাদের কাছ থেকে ১৫টি নাইলনের জাল, একটি জিপিএস ফোন, ৫০০ বাংলাদেশি টাকা এবং ৩৫ কেজি মাছ জব্দ করে। ঘটনায় আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জেলেদের হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, বিষয়টি আমি শুনেছি। এ নিয়ে বিজিবি ও কোস্টগার্ডর সাথে আলোচনা করা হয়েছে, তারা খতিয়ে দেখছে।
পূর্বকোণ/পারভেজ