চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

২৩ ডিসেম্বর, ২০২৫ | ৪:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইফা নুর সোহা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোহা ওই এলাকার প্রবাসী মো. সুমনের কন্যা।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর গ্রামের তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

সূত্রে জানা যায়, দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা জানান, দুপুরে দুই বছর বয়সী এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট