
জামায়াত কর্মীকে যুবলীগ কর্মী সাজিয়ে বৈষম্যবিরোধী নেতার মামলার প্রতিবাদ জানিয়েছেন বোয়ালখালী পৌরসভা জামায়াত।
সোমবার (২২ ডিসেম্বর) পৌর জামায়াতের আমীর আবদুল্লাহ আল হারুন এবং সেক্রেটারি প্রকৌশলী আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
এতে বলা হয়, জামায়াতে ইসলামী বোয়ালখালী পৌরসভা ৭ নং ওয়ার্ডের নতুন পাড়া মিয়ার বাপের বাড়ির মরহুম আব্দুল শুকুরের ছেলে মোহাম্মদ ফরহাদুজ্জামান একজন জামায়াত কর্মী। তাকে যুবলীগ নেতা সাজিয়ে গত ৩০ অক্টোবর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দায়েরকৃত ২৪ সালের ৪ আগস্টের হত্যা মামলায় আসামি করা হয়েছে।
অথচ মোহাম্মাদ ফরহাদুজ্জামান ছাত্রজীবন থেকে ইসলামী ছাত্রশিবির এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর রাজনীতির জড়িত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছেন। মামলায় যেদিন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সেসময়ও তিনি দেশের বাইরে ছিলেন। এছাড়া ফরহাদুজ্জামান আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। কোন নির্দোষ ব্যক্তি যেন এমন ষড়যন্ত্রের কবলে না পড়েন। এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় এ বিবৃতিতে।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার পোমগাঁও এলাকার বাসিন্দা জানে আলম জনি বাদী হয়ে ১৭৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেছেন। এ মামলার ২৪ নং আসামি হিসেবে ফরহাদুজ্জামানকে যুবলীগ নেতা উল্লেখ করা হয়েছে।
পূর্বকোণ/পিআর