চট্টগ্রাম বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা জব্দ করায় ২ পুলিশকে মারধর

কর্ণফুলীতে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা জব্দ করায় ২ পুলিশকে মারধর

কর্ণফুলী সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২৫ | ৮:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের ওপর সিএনজিচালিত অটোরিকশা চালকদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ১২ চালককে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।

আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বলেন, কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এই ঘটনার জের ধরে অটোরিকশা চালকরা ট্রাফিক পুলিশের ওপর হামলা চালান। চালকদের মারধরে ট্রাফিক সার্জেন্ট মো. ইমতিয়াজ ও কনস্টেবল মো. কাউসার আহত হয়েছে। 

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) জামাল উদ্দিন চৌধুরী বলেন, হামলার পর থেকে মইজ্জ্যার টেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে অন্তত ১২ জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট