চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় টমটমের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

পেকুয়ায় টমটমের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

পেকুয়া সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২৫ | ৭:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় টমটমের ধাক্কায় ছেনুয়ারা বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত ছেনুয়ারা বেগম উপজেলার সদর ইউপির গোঁয়াখালী উত্তর পাড়ার মাছ ব্যবসায়ী রহমত উল্লাহর স্ত্রী এবং তিন সন্তানের জননী বলে জানা গেছে।

আজ রবিবার (২১ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলায় ভোলাইয়্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ছেনুয়ারা বেগম রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) তাঁকে জোরে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, টমটমের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর শুনেছি। গাড়িটি জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকাণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট