চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

খাগড়াছড়িতে ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ

খাগড়াছড়িতে ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২৫ | ৪:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়িতে ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে আমরণ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘণ্টা দীঘিনালা সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের এলাকার সামনের সড়কটি অবরোধ করে আমরণ কর্মসূচিতে অংশ নেন শ্রমিকরা।

এ সময় সাজেকসহ খাগড়াছড়ি দীঘিনালা সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. হারুন।

স্মারকলিপি প্রধানকালে ঠিকাদার সমিতির সভাপতি মাহবুব আলম আলম সবুজ কাজল মোস্তফাসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবরোধে নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ‘ভিক্ষা নয়, কাজ চাই’ এসব নানা স্লোগান দেনা তারা। দীর্ঘ আড়াই ঘণ্টা পর জেলা প্রশাসকের কার্যালয়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে আমরণ কর্মসূচি স্থগিত করেন শ্রমিকরা।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট