চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাউজানে তিন পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

রাউজানে তিন পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

রাউজান সংবাদদাতা

২০ ডিসেম্বর, ২০২৫ | ৭:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বিমল তালুকদার নামে এক ব্যক্তির ঘরে আগুন দেওয়া হয়। আগুনের শিখা দেখে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে বাহির থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে ঘরের পাশের বাঁশের বেড়া ভেঙে প্রাণে রক্ষা পেলেও ঘরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘরের পাশে অমল তালুকদারের ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে একটি প্যান্টে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। তাদের ঘরের কয়েকশ ফুট দূরত্বে রুবেল দাশ নামে এক ব্যক্তির ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে অগ্নিসংযোগ করা হয়। টের পেয়ে ঘর থেকে বের হওয়ার সময় বাহির থেকে দরজা বন্ধ পেয়ে টিন কেটে বেড় হন ওই পরিবারের সদস্যরা। এ সময় লিটন দাশ নামে এক ব্যক্তি আহত হন।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলামসহ পুলিশের একটি টিম। অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 

 

এদিকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

তিনি বলেন, ত্রয়োদশ নির্বাচন বানচালে পতিত আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা আতঙ্ক ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। তিনি দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট