চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

রাউজানে ঝোপের পাশে মিলল নৈশপ্রহরীর লাশ, উপড়ে ফেলা হল চোখ

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২০ ডিসেম্বর, ২০২৫ | ১২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মো. শফি (৬৫) নামের এক নৈশপ্রহরীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ওই ওয়ার্ডের চারা বটতল বাজারসংলগ্ন একটি ঝোপের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. শফি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদেরখীল এলাকার বাসিন্দা। তিনি চারা বটতল বাজারে এক বছর ধরে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন শেষে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার সকালে স্থানীয় লোকজন ঝোপের পাশে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে।

স্থানীয়রা আরও জানায়- নিহত শফির চোখ উপড়ে ফেলা হয়েছে। তার শরীরে ক্ষত রয়েছে।

পূর্বকোণ/জাহেদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট