চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগ সভাপতি আব্দুল জব্বার গ্রেপ্তার 

বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগ সভাপতি আব্দুল জব্বার গ্রেপ্তার 

বাঁশখালী সংবাদদাতা 

১৯ ডিসেম্বর, ২০২৫ | ১১:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার পলাতক আসামি ও পৌরসভা শ্রমিক লীগ সভাপতি আব্দুল জব্বারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উত্তর জলদী বাহার উল্লাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল জব্বার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাহার উল্লাহ পাড়ার গনু মিয়ার ছেলে। 

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, তার বিরুদ্ধে বাঁশখালী থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা-হাঙ্গামা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, চুরি, বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ রয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ চলছে। 

 

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রচার হওয়ার পর আব্দুল জব্বার আর ব্যক্তিগত ফেসবুক আইডিত ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ছাত্র জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন মহলে থেকে দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি উঠে।

 

পূর্বকোণ/এএইচসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট