
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে মো. দিদার (৩৬) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১০টায় নাজিরপাড়া রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ বছর ধরে আহাম্মদ ছফা নামে এক ব্যক্তি হামজারবাগ এলাকায় হোসাইন টাওয়ার নামে একটি নির্মাণাধীন বহুতল ভবনের দারোয়ান হিসেবে কর্মরত আছেন। বেশ কিছুদিন ধরে দিদার, ইউনুছ ও সাজ্জাদসহ আরও পাঁচ ছয়জন মিলে ওই ভবন থেকে চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা না দেয়ায় গত ১৪ ডিসেম্বর সকালে তারা সেখানে গিয়ে ভবনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার ফারুকসহ তার শ্রমিকদের মারধর করে। একপর্যায়ে ফারুককে মেরে ৫০ হাজার টাকা ও তার ব্যবহৃত আইফোনটি নিয়ে যায় তারা। এ ঘটনায় আহাম্মদ ছফা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, গত বুধবার রাতে অভিযান চালিয়ে নাজিরপাড়া রেললাইন সংলগ্ন এলাকা থেকে দিদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে নাজিরপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি রুমের ঝোপের মধ্যে রাখা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, ২১টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর