
টেকনাফের শাহপরীর দ্বীপের ৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে দুই নৌকাসহ তাদের ধরে নিয়ে যায় তারা।
ঘটনার শিকার ট্রলার দুটি শাহপরীর দ্বীপ ডাংগরপাড়া এলাকার রাশেদ ও মো. ফারুকের মালিকানাধীন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর। তিনি জানান, বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার শেষে সকাল ৮টায় চারটি মাছ ধরার নৌকা ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিলে দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হয়। তবে বাকি দুটি নৌকা ধরে নেয় তারা। নৌকা দুটিতে ৯ জন জেলে ছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।
পূর্বকোণ/এএইচ