
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আলহাজ শাহজাহান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান এই মনোনয়ন পত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আমীর কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন, জেলা জামায়াতের শুরা সদস্য এম ওয়াজেদ আলী।
নির্বাচন তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল দাখিলের শেষ দিন ১১ জানুয়ারি। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
পূর্বকোণ/পিআর