
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাড়া ঘর থেকে রেহানা বেগম (৫৬) নামে এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ তার লাশটি উদ্ধার ও সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত রেহানা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামে জনৈক মাহবুবুর রহমানের ভাড়াটিয়া। তিনি সোনাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আয়া হিসেবে কাজ করতেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী আয়া রেহানা বেগম তার বৃদ্ধ মাকে নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাজলীপাড়া এলাকায় মাহবুবুল হক চৌধুরীর ভাড়া বাসায় বসবাস করছিলেন। কয়েকদিন আগে তার মা রেহানার মেয়ের বাড়ি বেড়াতে যান। সেই থেকে একা ছিলেন রেহানা। মঙ্গলবার সরকারি ছুটি থাকায় সীতাকুণ্ডের ফকিরহাটে ছেলের বাসায় বেড়াতে যান রেহানা। রাতে ফিরেও আসেন। এদিকে বুধবার সকাল থেকে তার ঘরের দরজা বন্ধ থাকলে বাড়ির লোকজন মনে করেন তিনি কর্মস্থলে গেছেন। কিন্তু দুপুরে বাড়ির মালিক মাহবুবুল হক বাড়ির বাইরে গেলে জানতে পারেন রেহানা আজ কাজে যাননি। এরপর তিনি বাড়ি এসে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতেও কোন সাড়া না পেয়ে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে রেহানাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই কাওসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোনাইছড়ি ইউনিয়নের কাজলীপাড়া গ্রামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মধ্যবয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পূর্বকোণ/পারভেজ