
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের বাঁশবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রিপন চন্দ্র নম (৩২)। তিনি ফেনীর কালীদহ এলাকার গোহাড়ুয়া গ্রামের নেপাল চন্দ্র নমের পুত্র।
জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে উত্তর বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট এলাকায় মহাসড়কে একটি দ্রুতগামী গাড়ি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিপনকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে রিপন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা চমেকে প্রেরণ করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে এ সংবাদ পেয়ে আমরা খোঁজ নিয়ে জানতে পারি চমেকে রিপন মারা গেছেন। পরে তার পরিচয় পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পূর্বকোণ/পারভেজ