চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি ট্রলারসহ আটক ২৩

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি ট্রলারসহ আটক ২৩

টেকনাফ সংবাদদাতা    

১৮ ডিসেম্বর, ২০২৫ | ১২:০৫ পূর্বাহ্ণ

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিন চালিত বোটসহ ১৭৫০ বস্তা সিমেন্ট জব্দ এবং ২৩ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন তৎসংলগ্ন এলাকা থেকে বোটসহ তাদের আটক করা হয়।

 

নৌবাহিনী সুত্র জানান, মায়ানমারে সিমেন্ট পাচারের সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। টহল চালাকালে কুতুবদিয়া বাতিঘর হতে ৪৬ মাইল দূরে সন্দেহজনক দুটি বোটকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটগুলো আটক করা হয়। বোটগুলো তল্লাশি করে ১৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং ৩২টি মোবাইল জব্দ করা হয়। এছাড়া চোরাকারবারি দলের ২৩ জন সদস্যকেও আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তিরা অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট