
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিলহান্ট ফেজ-২ এর পৃথক অভিযানে দুই কাউন্সিলরসহ আওয়ামীলীগ ও যুবলীগের ৩ জনকে গেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পৌরসভা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (৫২), ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও রাঙ্গুনিয়া পৌরসভার যুবলীগের সহ-সভাপতি মো. তারেকুল ইসলাম চৌধুরী (৩৯) এবং ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও রাঙ্গুনিয়া পৌরসভার প্রচার ও গবেষণা সম্পাদক ওমর ফারুক (৩৯)।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ডেভিলহান্ট অভিযানে ফেজ-২ এর পৃথক অভিযানে কাউন্সিলরসহ আওয়ামীলীগ ও যুবলীগের ৩ আসামি গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পারভেজ