চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের

পেকুয়া প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রীয় শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পেকুয়া শাখা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে সংগঠনটির পেকুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ একত্রিত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ৯টায় সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পেকুয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. জালাল উদ্দিন। সভা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক এড. মনির উদ্দিন নজরুল।

সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এস এম ইখতিয়ার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল করিম মানিক এবং নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত পান্না।

উপস্থিত ছিলেন সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জাবেদ ওমর, অর্থ বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম, নির্বাহী সদস্য বাহাদুল করিম, মাহফুজ আহমদ, আরমানুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধের সঠিক ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট