চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

উখিয়ায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

১৭ ডিসেম্বর, ২০২৫ | ১:৪৯ অপরাহ্ণ

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এর অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

পূর্বকোণ/কায়সান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট