চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

১৭ ডিসেম্বর, ২০২৫ | ২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাতকানিয়া পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এড. সালাহ্ উদ্দিন হাসান চৌধুরী (৫৩) সাতকানিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড সতিপাড়া এলাকার মৃত এড. মুক্তার আহমেদ চৌধুরী ছেলে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরীর ছোট ভাই।

সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীর পরিবার জানায়, তিনি মায়ের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে এসেছিলেন এবং গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক পূর্বকোণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি রাজনৈতিক মামলায় সন্দিগ্ধ সাবেক ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/মুন্না/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট