
চট্টগ্রামের হাটহাজারীতে বিজয় দিবসের দিনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম-রাঙ্গামাটি চার লেন মহাসড়কের মাঝে হাটহাজারীর মেখল ইউনিয়নের চারা বটতল এলাকায় বিজয় দিবসের উপলক্ষ্যে ’সময়’ নামে একটি অনিবন্ধিত সংগঠন অর্ধশত জাতীয় পতাকা উত্তোলন করে। কিন্তু সূর্যাস্তের পরও ওই এলাকায় জাতীয় পতাকাগুলো উড়তে দেখা যায়। এরমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জাতীয় পতাকাগুলো নামায়নি।
মেখলছারা বটতল এলাকার বাসিন্দা রায়হান উদ্দীন জানান, বিকেল থেকে উক্ত স্থানে জাতীয় পতকাগুলো সড়কের মাঝখানে লাগনো হয়। এটি কোন সরকারের সংস্থা না এরপরও
তারা কি ভাবে বিজয়ের মাসে জাতীয় পতাকাকে এভাবে অপমান করার সাহস পায়।
হাটহাজারী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আলম বলেন, জাতীয় পতাকা একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক। সূর্যাস্তের পর পর্যন্ত জাতীয় পতাকা না নামানো মানে হলো জাতীয় পতাকার প্রতি অবমাননা। জাতীয় পতাকাকে অবমাননা করা মানে মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা।
এ বিষয়ে জানতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও উভয়ে রিসিভ করেননি।
পূর্বকোণ/