
চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৫৭) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহানের চতুর্থ ছেলে। ভাতিজা হেলাল নিহতের ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে।
পুলিশ জানিয়েছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল কালাম ও তার ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে মো. হেলালের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।
জানা গেছে, সোমবার সকালে জমির বিরোধ নিয়ে চাচা আবুল কালামের সাথে তর্কে জড়ায় ভাতিজা হেলাল। বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাতিজা হেলাল ইট দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় আবুল কালাম। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাতিজা হেলাল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধ আগে তেমন ছিল না। হঠাৎ করে এটি সৃষ্টি হয়। এতদিন কোনো ঝগড়া হয় নাই। কি থেকে কি হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না। আমার বড় ভাইয়ের ছেলে হেলাল কেন এমন করলো কিছুই বুঝে উঠতে পারছি না।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শন করেছে। জায়গা জমি সংক্রান্ত ঝামেলায় চাচার হাতে ভাতিজার নিহত হওয়ার খবর শুনেছি। অভিযুক্ত ভাতিজা হেলালকে ধরতে অভিযান চলছে।
পূর্বকোণ/পিআর