
কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় হিকমা মণি নামের ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিশু হিকমা মণি সকালে বাড়ির উঠোনে খেলতে খেলতে বাড়ির পাশের মহল্লার রাস্তায় চলে যায়। এসময় অবৈধভাবে বালি ও মাটি কাটার দ্রুতগতির বেপরোয়া ডাম্পার হিকমা মণিকে পিষ্ট করে চলে যায়। রাস্তায় পড়ে থাকা মগজ থেঁতলানো অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে শিশু হিকমা মণির মৃত্যু হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ডাম্পার চাপায় নিহত শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, ছোট মহেশখালীতে ডাম্পার চাপায় শিশু নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনার পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ওই এলাকা থেকে কয়েকটি ডাম্পার আটক করেছে।
পূর্বকোণ/পিআর