
চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলে- কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার আহম্মদ মোস্তফা (২৬) এবং অনিক কান্তি দে (২৪)।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় বাঁশখালী দক্ষিণ পাশে মহাজনঘাটা নামক স্থানে প্রধান সড়ক তাদের গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাজনঘাটা নামক স্থানে প্রধান সড়কের ওপর একটি মিনি ট্রাক তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি এলজিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মিনি ট্রাকটিও জব্দ করা হয়।
পূর্বকোণ/পিআর/এএইচ