চট্টগ্রাম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশ হাসপাতালে অতর্কিত হামলা, আহত ৩

চন্দনাইশ হাসপাতালে অতর্কিত হামলা, আহত ৩

চন্দনাইশ সংবাদদাতা

১৩ ডিসেম্বর, ২০২৫ | ১১:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতর্কিত হামলায় একটি রাজনৈতিক দলের তিনজন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক বলেন, কাঞ্চনাবাদের মুন্সি মিয়ার ছেলে মো. মাসুদ (৩৫)’কে চিকিৎসার জন্য তারা ৭ জন নেতা কর্মী নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় হঠাৎ করে একটি রাজনৈতিক দলের ৩০/৩৫ জন লোক হাসপাতালে তাদের ওপর হামলা করে। হামলায় কাঞ্চনাবাদের রুস্তম আলী (৩২), মো. মাসুদ (৩৫), শহিদুর রহমান (৩৮), অপর একজন প্রত্যক্ষদর্শী জয়ন্ত দে (৩০)সহ ৪ জন আহত হয়। আহতদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং রুস্তম আলীকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে অবৈধ পাহাড় কাটা বন্ধ করে দিলে দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে জানান তারা।

 

চন্দরাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান পূর্বকোণকে বলেন, “শুনেছি অনলাইন জুয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে তবে আমরা পুরো ঘটনা তদন্ত করে বিস্তারিত জানতে পারবো। তদন্তের পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট