
চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে তাসফিয়া নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া একই এলাকার নাজির চৌধুরী বাড়ির মো. তৈয়বের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় রাত আটটার দিকে পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির দেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আদম আলী জানান, স্থানীয়রা প্রথমে হাতজাল দিয়ে খোঁজাখুঁজি করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের উপস্থিতিতেই পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে ওঠে।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নন্দন দাশগুপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশু তাসফিয়ার মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/পারভেজ