
টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে জীম্বংখালীর কতুবের ঘের নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, গতকাল রাতে জীম্বংখালী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার থেকে কিছুটা দূরে বাংলাদেশের অভ্যন্তরে কতুবের ঘের নামক স্থানে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টেরে পেয়ে সে দৌড়ে চলে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পলাতক চোরা কারবারিকে ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ