
কক্সবাজারের উখিয়া সদরে প্রকাশ্যে দিবালোকে মালতী জুয়েলার্সে নামে এক স্বর্ণের দোকানে স্বর্ণ চুরির ঘটনায় অভিযুক্ত চোর আশরাফ আলী প্রকাশ বাছাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তপু বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। বাকিদের গ্রেপ্তার ও চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।
গত ৩ ডিসেম্বর (বুধবার) উখিয়া সদরে স্থানীয় সনজিত ধরের মালতী জুয়েলার্স থেকে দুঃসাহসিক কৌশলে দুটি স্বর্ণের বাক্স হাতিয়ে নেয় সংঘবদ্ধ একটি চোরচক্র। পরদিন ৪ ডিসেম্বর সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
ভুক্তভোগী সনজিত ধর জানান, আমার কয়েক লাখ টাকার স্বর্ণ কৌশলে চুরি করেছে তারা। সিসিটিভি ফুটেজ দেখে কেউ চিনে থাকলে জানানোর অনুরোধ করেছিলাম এবং থানায় অভিযোগ দিয়েছিলাম। সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেছেন ফলে আজ একজন অপরাধী ধরা পড়ল। আশা করছি দ্রুত বাকিরাও ধরা পড়বে এবং আমি স্বর্ণগুলো ফিরে পাব।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ