
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে পৃথক ২টি অভিযানে মায়ানমার ও বাংলাদেশে পাচারকালে ৭০০ বস্তা সিমেন্ট ও ১২০০ পিস বার্মিজ লুঙ্গিসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছেঁড়াদ্বীপ হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ১টি ফিশিং বোট জব্দ করা হয়। পরে বোট তল্লাশি করে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৭০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়। একই রাতে অপর ১টি ফিশিং বোট তল্লাশি করে ১২০০ পিস বার্মিজ লুঙ্গিসহ ১১ জন মায়ানমারের নাগরিক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পারভেজ