চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে জেটিতে যানজট নিরসনে অভিযান, ১০ টি মোটর সাইকেল জব্দ

মহেশখালীর জেটিতে যানজট নিরসনে অভিযান, ১০ মোটরসাইকেল জব্দ

মহেশখালী সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০২৫ | ১০:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী জেটিঘাটে অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টি করায় ১০টি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার।

তিনি বলেন আমরা অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি এবং উপজেলা প্রশাসন এই কার্যক্রম অব্যাহত রাখবে।

অভিযানে আনসার সদস্য ও পুলিশের একটি দল উপস্থিত ছিল। এ ধরনের অভিযান দেখে পথচারী এবং আগত পর্যটকরা মহেশখালী উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট