চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সেন্টমার্টিনে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

টেকনাফ সংবাদদাতা    

১১ ডিসেম্বর, ২০২৫ | ৯:২২ অপরাহ্ণ

মিয়ানমারে পাচারকালে কক্সবাজরের সেন্টমার্টিনে ৬০০ বস্তা সিমেন্টবোঝাই ট্রলারসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট থামিয়ে তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। সেই সঙ্গে ফিশিং বোটে থাকা ১১ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট