
রাঙামাটির কাপ্তাইয়ে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বিজিব। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার অন্তর্গত বটতলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
কাপ্তাই বিজিবি জানায়, উপজেলার অন্তর্গত বটতলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫০০ প্যাকেট ওরিস সিগারেট, ১৫২৩০ প্যাকেট ইজি লাইট, ১৭৫০০ প্যাকেট প্যাট্রনসহ ৩৬২৩০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের মূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯’শ টাকা বলে জানিয়েছেন।
আটক ভারতীয় সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কাপ্তাই হতে চট্টগ্রামে প্রাইভেটকারযোগে একটি পাচারকারী সিন্ডিকেট বিদেশি সিগারেট পাচার করার সময় কাপ্তাই ওয়াগ্গা বিজিবি কারসহ পাচারকারীকে আটক করা হয়।
পূর্বকোণ/পিআর