
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোবাইল ভেঙে ফেলায় বাবার বকা খেয়ে উম্মে সায়িরা রুশ্নি (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার মরিয়মনগরে এ ঘটনা ঘটে।
নিহত রুশ্নি মরিয়মনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গাজি রশিদিয়া পাড়ার ওমর শরীফের মেয়ে। সে কাপ্তাই নৌ-বাহিনী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইলের আসক্তি ও নানা কারণে অভিভাবক কর্তৃক তার ব্যবহৃত মোবাইলটি ভেঙে ফেললে অভিমান করে গলায় ফাঁস দেয়। এসময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর