
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মাছ ব্যবসায়ী তোফায়েল আহমেদ হত্যা মামলার ৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
আজ (১০ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা প্রত্যেকে ৬ সপ্তাহের জন্য উচ্চ আদালতের জামিনে ছিলেন।
কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন হত্যা মামলার প্রধান আসামি কালারমারছড়ার অফিস পাড়ার বাসিন্দা কালা বেলাল ও শামসুল আলম পিংকি, ফকিরজুম পাড়ার বাসিন্দা জুয়েল চৌধুরী, নুরুল ইসলাম, লকিয়ত উল্লাহ প্রকাশ ডুনাইয়া, ফারুক আজম ও ইকবাল।
জামিনের শর্ত অনুযায়ী সময়সীমা শেষে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তাদের।
পূর্বকোণ/পারভেজ