চট্টগ্রাম বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ২২

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ২২

টেকনাফ সংবাদদাতা  

১০ ডিসেম্বর, ২০২৫ | ৯:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১,৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২২ পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী।

 

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে সেন্টমার্টিনের বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

নৌবাহিনী সুত্রে জানা যায়, একটি পাচারকারী দল সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে (৯ ডিসেম্বর) অভিযানে গভীর রাতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় দুটি কাঠের বোট দেখতে পাওয়া পায়। নৌবাহিনী জাহাজ কাছে গেলে তারা পালানোর চেষ্টা করে। তখন নৌবাহিনী জাহাজ বোট দুটিকে আটক করে। পরে বোট তল্লাশি করে ১৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ এবং চোরাকারবারি দলের ২২ জন সদস্যকে আটক করা হয়।

 

জব্দকৃত মালামাল ও আটকৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ১০ ডিসেম্বর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট