
চট্টগ্রামের সন্দ্বীপে মধ্যরাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ৭২ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে হারামিয়া ইউনিয়নের সেরাং বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ৫–৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল সেরাং বাড়িতে হানা দেয়। ডাকাতদের হাতে ছিল কিরিচ, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। তারা ঘরে প্রবেশ করে গৃহকর্তা কানু মিস্ত্রিকে বেধড়ক মারধর করে জিম্মি করে ফেলে। পরে পরিবারের অন্য সদস্যদের আতঙ্কিত করে ঘর তল্লাশি শুরু করে। ডাকাতরা ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ৭২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
হামলায় আহত কানু মিস্ত্রিকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা সেবা দিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ডাকাতদলের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পূর্বকোণ/পিআর/এএইচ