
কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নানের ছবি ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে একটি প্রতারণা চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণার চেষ্টা করছে।
উচ্চ প্রশাসনিক কর্মকর্তার নাম ব্যবহার করে প্রভাব খাটানোর এই বিষয়টি নজরে আসার পর আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ নিয়ে আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ ‘DC Cox’s Bazar’-এ একটি পোস্টের মাধ্যমে এই সতর্কতা প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়েছে, “জেলা প্রশাসক কক্সবাজার এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ প্রদান করা হলো। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।”
অভিযোগ অনুযায়ী, প্রতারণা চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে সুবিধা আদায় বা প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জনগণকে স্পষ্ট করে জানানো হয়েছে যে, সরকারি কোনো বার্তা বা নির্দেশনা কখনোই ব্যক্তিগত নম্বর বা অননুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেওয়া হয় না। মূলত প্রশাসনিক প্রভাব খাটিয়ে আর্থিক প্রতারণার লক্ষ্যেই এই চক্রটি সক্রিয় হয়েছে।
পূর্বকোণ/পারভেজ