
কক্সবাজারের টেকনাফে সাগর পথে পাচারকালে ২ দালাল আটক ও ৭ জন জিম্মি উদ্ধার করেছে বিজিবি। পাচারকারী দালালরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-ই/৭ এর আব্দুর রহমানের পুত্র মো. আলম (১৯) ও টেকনাফ পৌরসভা ২ নম্বর ওয়ার্ড পুরান পল্লানপাড়ার আবু তাহেরের পুত্র ইসমাঈল (২৮)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধভাবে বিদেশ গমনেচ্ছুক কয়েকজন ব্যক্তিকে সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে একটি ট্রলারে তোলার সময় ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় স্থানীয় জেলেদের সহায়তায় সন্দেহজনক ট্রলারটি কৌশলে ঘিরে ফেলা হয়। পাচারকারীরা ট্রলার নিয়ে পালানোর সময় এটি আটক করা হয়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৭ জন জিম্মিকে (পুরুষ-৬ ও মহিলা-১) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃতদের মধ্যে ছদ্মবেশে থাকা মানব পাচার চক্রের সদস্যকে আটক করা হয়।
এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
পূর্বকোণ/পারভেজ