চট্টগ্রাম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চবি ছাত্রদল নেতা আরিফ

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চবি ছাত্রদল নেতা আরিফ

হাটহাজারী সংবাদদাতা

৯ ডিসেম্বর, ২০২৫ | ১১:২৬ অপরাহ্ণ

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনদিন পর অবশেষে হার মানলেন দুর্ঘটনায় গুরুতর আহত চবি ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ (২৫)। মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

আরিফ উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মো. হারুনের পুত্র।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালে থাকা নিহত আরিফের চাচা মো. আবদুল মুবিন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত একটার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের পুত্র এমরান চৌধুরী ও একই বাড়ির মো.হারুনের পুত্র আরিফ বুড়িপুকুর পাড় এলাকার একটি চায়ের দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেল যোগে চারিয়ার দিকে যাত্রা করেন। এ সময় পেছন থেকে  আসা একটি কাঠ বোঝাই অবৈধ চাঁদের গাড়ি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এমরান চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে গুরুতর আহত আরিফের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকালের দিকে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। অবশেষে তিনদিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট