
টেকনাফ-কক্সবাজার মহাসড়কে মিনি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হ্নীলা মৌলভীবাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে সিএনজিচালক মো. ফারুক (৩৮) ও টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী অটোরিকশার সঙ্গে মাছবোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মো. ফারুক ও গাড়িতে থাকা মো. ইসমাইলসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ