
বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্র এলাকার একটি রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল নীলাচল এলাকায় মেঘদুয়ারি রিসোর্টে হানা দিয়ে মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর সকালে ঘটনা তদন্তে সেখানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা গিয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায় নি।
পুলিশ ও অপহৃত রিসোর্টের মালিক বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানিয়েছেন, রাতে মালিক ও ম্যানেজার মোটরসাইকেল যোগে বান্দরবান শহরে রওনা দেওয়ার সময় তাদের সেখান থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে পড়ে রয়েছে। অপহরণকারীরা এখনো কোন মুক্তিপণ দাবি করেনি পরিবারের কাছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে রিসোর্টের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি গ্রুপ।
বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ এবং অপহৃতদের উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ