
চট্টগ্রামের আনোয়ারায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে অফিসে এসে কর্মচারীরা হাসপাতালে চুরির আলামত দেখতে পান।
অফিস সহকারী মো. ইয়াছিন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে তিনি অফিসে এসে দেখেন জানালার গ্রিল কাটা, অফিস কক্ষের সবকিছু এলোমেলো এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়ানো অবস্থায় রয়েছে। পরে নিশ্চিত হওয়া যায় রাতের কোনো একসময় চোরের দল হাসপাতাল থেকে মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া (২৯) অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে স্টাফরা নিয়মিতভাবে হাসপাতাল বন্ধ করে বাড়ি ফিরে যান। পরদিন সকালে এসে চুরির ঘটনা ধরা পড়ে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, ১টি এইচপি ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার, একটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, একটি এসার ল্যাপটপ, ১৩টি লেনোভো ট্যাব, একটি সনি এলইডি টিভি, সিসিটিভি ক্যামেরার একটি ডিভিআর, একটি সনি ডিজিটাল ক্যামেরা এবং নগদ ২৫ হাজার টাকা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া বলেন, ঘটনা জানার সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের পক্ষ থেকে থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তথ্য–উপাত্ত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
পূর্বকোণ/পারভেজ