চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে অস্ত্রসহ ৩ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

টেকনাফে অস্ত্রসহ ৩ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

টেকনাফ সংবাদদাতা

৮ ডিসেম্বর, ২০২৫ | ৫:৩৮ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া গভীর পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাহাড়ে বন্দি করে রাখা নারী-পুরুষ ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

 

আটক মানব পাচারকারীরা হলো- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার আবদুর রহমান (৩২), হামিদ হোসেন (২৮) ও বড় ডেইল এলাকার হেলাল উদ্দীন (৩০)।

 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন ভিকটিমকে পাহাড়ে আটকে রাখার তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বাহারছড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালায়। অভিযানে পাহাড়ে বন্দি ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় একটি দেশীয় তৈরি একনালা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃতরা হলেন- তসলিমা (২৫), মো. সোহাইল (৪), হোসনা বিবি (৫), হাসনা (১৮), শাহিদা (১৯), বশির আহমদ (২৬) এবং উখিয়ার ইনানী জালিয়াপালং এলাকার নুর মোহাম্মদ (৪০)।

 

জিজ্ঞাসাবাদে জিম্মীরা জানান, তাদের বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলা হয়। পরে অবৈধ অস্ত্রের মুখে পাহাড়ে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। আটক মানব পাচারকারী, উদ্ধার জিম্মি ও আগ্নেয়াস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট