চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী নিহত, আহত ১

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী নিহত, আহত ১

লোহাগাড়া সংবাদদাতা

৫ ডিসেম্বর, ২০২৫ | ১১:১০ অপরাহ্ণ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাইকের ধাক্কায় রিদুয়ানুল হক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রিদুয়ানুল হক উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের নালারকুল এলাকার আজিজুল হকের পুত্র। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল রশিদ।

স্থানীয়রা জানান, একইদিন বিকেল ৪টার দিকে রিদুয়ানুল হক ও প্রতিবেশী রহমত উল্লাহর পুত্র বন্ধু মুকিত নামে দুই তরুণ বাইকযোগে দরবেশহাট ডিসি সড়ক দিয়ে উপজেলা সদর বটতলী স্টেশনে যাচ্ছিলেন। ঘটনাস্থল আবদুল খালেক শাহ ঘাটা সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু গুরতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় রিদুয়ানুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আহত মুকিত বর্তমানে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক জাহেদ হোসেন বলেন, দুর্ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবগত করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট