চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে বালু তোলার ড্র্র্র্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল গ্রামবাসী

সীতাকুণ্ডে বালু তোলার ড্র্র্র্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল গ্রামবাসী

সংবাদদাতা সীতাকুণ্ড

৫ ডিসেম্বর, ২০২৫ | ৯:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা সাগর উপকূলে বালু তোলার ড্রেজার ও বাল্কহেড আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।  শুক্রবার (৫ ডিসেম্বর)  জুম্মা নামাযের পর অবৈধভাবে সাগর থেকে বালু তোলা হচ্ছে অভিযোগ তুলে এসব যন্ত্র পুড়িয়ে দেয়া হয়।

 

জানা গেছে, জুম্মার নামাজের পর উপজেলার কুমিরা সাগর উপকূলে এলাকাবাসী একত্রিত হয়ে একটি শিপইয়ার্ডের পাশে রাখা বালু বহনের বাল্কহেড ও ড্রেজারে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। তাদের অভিযোগ, অবৈধভাবে দীর্ঘদিন সাগর থেকে বালু উত্তোলন করে বিক্রির ব্যবসা করতে গিয়ে একটি পক্ষ পরিবেশের ক্ষতি করছে। এখানে এসব কর্মকান্ড করা চলবে না। তাই এসব পুড়িয়ে দিয়ে ধংস করা হয়েছে।

 

এদিকে স্থানীয় অপর একটি সূত্র জানায় বালু তোলার ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুড়ে যাওয়া বাল্কহেডের মালিক স্থানীয় জহির আহমেদ নামক এক ব্যক্তি।

 

এ বিষয়ে জানতে জহির আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে এসব বাল্কহেডে অন্য স্থান থেকে বালু বহন করা হয়েছে। কিন্তু বালু তোলা হয়নি।

 

খবর পেয়ে নৌপুলিশ ও থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও এসব ঘটনায় কারা জড়িত তা জানাতে পারেনি পুলিশ।

 

সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়ালি উদ্দিন আকবর বলেন, ড্রেজার ও বাল্বহেড জ্বালিয়ে দেওয়ার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। তখন কাউকে পাওয়া যায়নি।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন পুড়ে যাওয়া বাল্কহেড এর মালিক জহির আহমেদ। তিনি এটি ভাড়া দিয়েছিলেন। তবে কে বা কারা এটি ভাড়া নিয়েছে বা কারা পুড়িয়েছে তা বিস্তারিত জানা যায়নি। কেউ অভিযোগ নিয়ে আসলে মামলা নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট