চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় ছাগলের খামারে আগুন, ৬ ছাগলের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পেকুয়া

৫ ডিসেম্বর, ২০২৫ | ৫:৪৩ অপরাহ্ণ

‎‎কক্সবাজারের ‎পেকুয়ার শিলখালীতে আগুনে একটি ছাগলের খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।‎‎

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের‎ জারুলবনিয়া দক্ষিণজুম এলাকার নেজাম উদ্দিনের বাড়ির ছাগলের খামারে এ আগুনের ঘটনা ঘটে।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে নেজামের বাড়িতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও আগুনে নেজামের বাড়ির দু’তলা ছাগলের খামারটি পুড়ে ছাই হয়ে যায়। বেশ কয়েকটি ছাগল উদ্ধার করতে পারলেও ৬টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।‎‎

স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি জানান, ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নেজামের বাড়ির খামার পুড়ে যায় বলে জেনেছি। এতে ৬টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নেজাম উদ্দিন বলেন, বসতবাড়ির দ্বিতলায় ছাগলের খামারে অগ্নিকাণ্ড হওয়ায় খামারের সাথে বসতঘরেও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কত ক্ষয়ক্ষতি হয়েছে এখনো নিশ্চিত করতে পারছি না।

পূর্বকোণ/এমরান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট