চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপি ক্ষমতায় আসলে দেশে ১ কোটি বেকারত্ব দূর হবে: সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় আসলে দেশে ১ কোটি বেকারত্ব দূর হবে: সালাহউদ্দিন আহমেদ

পেকুয়া সংবাদদাতা

৪ ডিসেম্বর, ২০২৫ | ৩:১৮ অপরাহ্ণ

বিএনপি ক্ষমতায় এলে দেশে ১ কোটি শিক্ষিত যুবকের চাকরির মাধ্যমে বেকারত্ব দূর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

 

তিনি আরও বলেন, দেশে প্রচুর পরিমাণে লবণের চাষ হলেও ন্যায্যমূল্য না থাকায় হতাশায় পড়েছেন চাষীরা। এ সমস্যাও দূর করা হবে ইনশাআল্লাহ।

 

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। প্রত্যেককে আমার সালাম জানিয়ে দেবেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় পেকুয়া উপজেলার মগনামায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

 

আজ তার নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার মগনামা এবং উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং বিকেলে পেকুয়া সদর ইউনিয়নে পথ সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

 

আগামী নির্বাচনে সবাইকে বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করারও আহবান জানান তিনি।

 

তিনি মগনামায় আজ সকালে আল্লামা জাফর শাহ (রাঃ) মাজার জেয়ারতের মাধ্যমে জনসংযোগ শুরু করেন। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মগনামার মাহমুদুল করিম চৌধুরীর কবরও জেয়ারত করেন।

 

গণসংযোগকালে মগনামার পূর্বকূল রঙ্গীখালে অগ্মিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন সালাহউদ্দিন আহমদ।

 

গণসংযোগ ও পথসভায় অন্যানের মধ্যে উপস্থিত রয়েছেন সালাহউদ্দিন আহমেদের সহধর্মিনী ও সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এম শাহনেওয়াজ আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মকুটসহবিএনপির অংক সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট